ঢাবির জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৪:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় হল কর্তৃপক্ষ হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করার কথা বলেন। সেই সাথে বর্তমান এ প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়াসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: