টাইগারদের পেসে লণ্ডভণ্ড আয়ারল্যান্ড!

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশি পেসারদের আগুনে বোলিংয়ে মাত্র ১০১ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ফলে সিরিজ জিততে বাংলাদেশকে তাড়া করতে হবে মাত্র ১০২ রান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও সিরিজের প্রথম ম্যাচে পাওয়া জয়ে টাইগাররা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

টস জিতে ব্যাট করতে নেমেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড। টাইগারদের একাদশ সাজানো হয়েছিল ৩ পেসার ও ৩ স্পিনার দিয়ে। তবে পেসাররা আর স্পিনারদের কোনো চাপই নিতে দেননি। প্রথম ২৫ ওভারের মধ্যে মাত্র ৪ ওভার স্পিনারদের, তাও সেখানে সাকিব নেই! শেষপর্যন্ত সাকিবকে আর বল হাতে নিতে হয়নি। ২৮.১ ওভার খেলা হয়েছে, যার ২৪.১ ওভারই পেসারদের।

বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পেসাররা কোনো ওয়ানডে ম্যাচের ১০ উইকেট শিকার করলেন। এর আগে ৯ উইকেট শিকারের নজিরও ছিল না। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসে পেসারদের ১০ উইকেট শিকারের কীর্তি আছে ১৫৩ বার।

লোরকান টাকার ও কার্টিস ক্যামফার ছাড়া সফরকারী দলের কেউই কোনো প্রতিরোধ গড়তে পারেননি। টাকার ৩১ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেও ক্যামফার সামর্থ্যের সবটুকু দিয়ে লড়ে গেছেন একাই। ৪৮ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পা ফেলতে পারেননি।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান। এছাড়া তাসকিন আহমেদ তিনটি ও এবাদত হোসেন চৌধুরী দুটি উইকেট শিকার করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: