রোজায় এবারও চড়া তরমুজের বাজার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৫:৩২ পিএম

গত বছরের এ বছরও তরমুজের দাম থাকছে জনগণের নাগেলর বাইরে। বর্তমানে ৩০০-৪০০ টাকায় মিলছে ৫ থেকে ৬ কেজির তরমুজ,৬০০ থেকে ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ কেজির তরমুজ।তবে ১০ রমজানের তা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে তরমুজ বিক্রেতারা। বৃহস্পতিবার (২৪ মার্চ) সরজমিনে তরমুজের বাজার পর্যবেক্ষণ করে এসব তথ্য জানা যায়।

কাওরানবাজারের তরমুজ বিক্রেতা আব্দুল বলেন,বর্তমানে তরমুজের দাম একটু কম হলেও রমজানের মাঝামাঝি তা আরও বৃদ্ধি হতে পারে।এখন আমরা তরমুজের আকার ধেঁদে বিভিন্ন দাম রাখছি। এধরনে ছোট সাইজের তরমুজ ৩০০-৪০০ টাকা, আবার বড় সাইজের তরমুজ ৬০০-৮০০ টাকা।

অন্য আরেক দোকানদার বলেন,কাঁচা মালের কোনো ঠিক ঠিকানা থাকেনা।আজ কম তো কাল বেশি।এখন ৬ কেজির তরমুজ ৩০০-৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। কাল মালের দাম কমলে তা আরও কম দামে পাওয়া যাবে।ধরেন আজ মাল দশ হাজার  টাকা  গাড়ি কিনলাম তাহলে তো আমাকে বেশি দামে বিক্রি করতে হবে।আবার পর দিন যদি পাঁচ হাজার টাকায় গাড়ি পাই তাহলে কম দামে বিক্রি করতে পারবো।কাঁচা মালের উপর কোনো ভরসা নেই।

ঢাকার জিগাতলার টেনারি মোড়ের তরমুজ বিক্রেতা বলেন,এখন তরমুজ সাইজের উপর বিক্রি হচ্ছে। আমার দোকানের সবচেয়ে বড় তরমুজ ১৭ কেজির তা আমি ১১০০থেকে ১২০০ টাকায় বিক্রি করতে চাচ্ছি। আবার আমার কাছে মাল(তরমুজ) আছে সেগুলোর মধ্যে যেগুলো বেশি পাঁকা সেগুলো একটি কম হলেও দ্রুত বিক্রি করে ফেলি। কিন্তু ১০ রমজান বা তারপর তরমুজের দাম একটু বাড়ার সম্ভাবনা আছে তাই যেগুলো একটু কাঁচা সেগুলো টেনে ধরে বিক্রি করবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: