মোহাম্মদপুরে মিষ্টির দোকানে আগুন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৫:৩৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি ভবনে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের খবরে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, আজ বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে আগুনের খবরে আসে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

তিনি আরও জানান, ভবনটির মিষ্টির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: