গাজীপুরে শীঘ্রই কাজ শুরু জয়দেবপুর রেল ক্রসিং ফ্লাইওভারের

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১১:০১ পিএম

গাজীপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে মহানগরীর জয়দেবপুর রেল ক্রসিং এর উপর শীঘ্রই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে জাইকা প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে আলোচনা শেষে এ কথা জানান।

গাজীপুর সিটির নগর ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট’র প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান প্রমুখ।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, জাপানী সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে গাজীপুর সিটিতে প্রায় ৭শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট নামে এ প্রকল্পের মাধ্যমে গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে নির্মাণ করা হবে বহুপ্রত্যাশিত রেললাইনের উপর ওভার ব্রিজ। আর এটি নির্মিত হলে শহরের অসহনীয় যানজট থেকে মুক্তি পাবে নগরবাসী।

তিনি জানান, খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে। আশা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, গাজীপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমাদের জন্য একটি মরনফাঁদ রেলক্রসিং, এটার উপর ব্রিজ নির্মাণ করা গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবী। তিনি বলেন, ২০১৬ সালে সর্বপ্রথম প্রকল্পের স্ট্যাকহোল্ডার মিটিং করি।

আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বঙ্গবন্ধু কণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। যার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। উন্ন্য়নের যে ধারাবাহিকতা, তার আলোকেই আজকে গাজীপুরে এ প্রকল্প নেওয়া সম্ভব হয়েছে। এটা পারফরমেন্স বেইজড একটি প্রকল্প। আমরা অতীতে সফলভাবে জাইকার প্রকল্প বাস্তবায়র করার ফলে একটি পুরস্কার হিসেবে এ প্রকল্প পাশ হয়েছে। তিনি জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: