বিএনপি জামায়াতের সময় উন্নয়ন হয়নি, ডাকাতি হয়েছে: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সম্মান, জ্ঞান এবং ভালোবাসা কখনো কমে না। এই সম্পদ বিতরন করতে সকল কর্মীদের প্রতি আহবান জানান। রমজানে তয়াগের শিক্ষা গ্রহন করতে হবে। নির্বাচন, আন্দোলন ও সম্মেলন তিনটি পরীক্ষায় কর্মীদের মূল্যয়ন করতে হবে।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, বিএনপি জামায়াতের সময় উন্নয়ন হয়নি, গ্রামে গ্রামে ডাকাতি হয়েছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। মা বোনের নিরাপত্তা ছিলো না। এখন গ্রামে গ্রামে শান্তি বিরাজ করছে। গ্রাম শহরে রুপান্তরিত করেছে। গ্রামে গ্রামে উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ইটালী স্কুল মাঠে ইটালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মতালেব হোসেন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভিন আকতার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক জ্যোতি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহন আলী প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: