এতিম-ওলামাদের সম্মানে বিএনপির ইফতার আজ

প্রতি বছরের মতো এই বছরেও পবিত্র রমজান মাসের প্রথম দিন এতিম-আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এই আয়োজন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ এতিম, আলেম ও ওলামা মাশায়েখদের সঙ্গে ইফতার করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, চতুর্থ রোজায় পেশজীবীদের সম্মানে লেডিস ক্লাবে ইফতারির আয়োজন করবে বিএনপি। এছাড়া ৭ রোজায় ঢাকাস্থ কূটনীতিকদের সম্মানে গুলশানের হোটেল ওয়েস্টিন হোটেল, ১১ রোজায় রাজনীতিবিদদের সম্মানে লেডিস ক্লাবে ইফতারির আয়োজন করবে বিএনপি।
অপরদিকে, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণ ফোরাম, এলডিপি, লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, পেশাজীবী পরিষদ, ড্যাব, অ্যাব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, কৃষক দলসহ অন্যান্য সংগঠন আলাদাভাবে ইফতারির আয়োজন করবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: