ইফতার সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবকলীগ নেতা

দ্রব্য মূল্যের ঊর্ধ্বো গতিতে অসহায় দুস্থ মানুষের অবস্থা যখন নাজুক।ঠিক সেই মুহূর্তে এসেছে রহমতের মাস রমজান। আর পবিত্র রমজানে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে নগরীর বকুলতলা, বাবুখায় বেশ কয়েকটি পরিবার ও রিক্সা, ভ্যান চালকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
সাইফুল ইসলাম সুইট জানান, প্রতিটি ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল বুট ১ কেজি, ছোলা ১ কেজি, ব্যাসন হাফ কেজি, চিড়া হাফ কেজি, চিনি হাফ কেজি, মুড়ি হাফ কেজি,সেমাই ১ কেজি, খেজুর হাফ কেজি এবং ৮টি করে এস এম সি খাওয়ার সেলাইন এর প্যাকেট।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক এর সার্বিক সহযোগীতায় অসহায় দুস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ।আগামীতেও এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: