সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাল কেকেআর

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন আজ। অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার। ক্রিকেটে অনবদ্য এক ক্যারিয়ার দিয়ে লাল-সবুজের পরিচিতি তিনি সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।
তার এমন বিশেষ দিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছে তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে সাকিবকে দেড় কোটি রুপিতে কিনেছে কলকাতার দলটি। এক মৌসুম বিরতি দিয়ে আবারও আইপিএলে ফিরছেন সাকিব। কলকাতার ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা সাকিবকে কলকাতা নিজেদের ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলায় লিখেছে, ‘শুভ জন্মদিন সাকিব! দারুণ একটা দিন কাটুক।’
কলকাতার ফেসবুক পেজে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে তার দারুণ একটি ছবিও যোগ করে দেয়া হয়েছে। সাকিব কলকাতার জার্সিতে একটি চেয়ারে বসে আছেন, তার পাশেই পায়ের কাছে বসে আছে একটি বেঙ্গল টাইগার।
উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। এরপর ৭ বছরে কলকাতার হয়ে খেলেছেন ৬ মৌসুমে। এই সময়ে কলকাতার দুই শিরোপা জয়ে বড় অবদান ছিল সাকিবের। ২০১৮-১৯ দুই মৌসুম হায়দ্রাবাদের হয়ে খেললেও ২০২১ সালে আবার কলকাতায় নাম লেখান সাকিব। ২০২২ সালে কোনো দলই দলে টানেনি বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে আসন্ন মৌসুমের জন্য তাকে আবার দলে ভিড়িয়েছে কলকাতা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: