শরণখোলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ১

মাসুম বিল্লাহ্, শরণখোলা (বাগেরহাট) থেকে: বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ঔষধ ব্যবসায়ী আঃ রহিম খাঁন (৪০) নামের একজন নিহত হয়েছে। এসময় ওই মটর সাইকেলে অপর আরোহী স্কুল শিক্ষক দিদারুজ্জামান বিপ্লব গুরুতর আহত হন। ২৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শরণখোলা মোড়েলগঞ্জের মধ্যবর্তী কেয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার খাদা গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেন খাঁন এর পুত্র ও শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আনোয়ার ফার্মেসীর মালিক আঃ রহিম খাঁন (৪০) মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া দরবার শরীফের মুরিদ ছিলেন। রমজানের ইফতার শেষে গোলবুনিয়া এলাকার বাসিন্দা আঃ কাদের পেশকারের পুত্র ১৪ নং মঠেরপাড় সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুজ্জামান বিপ্লবকে সাথে নিয়ে মটর সাইকেল যোগে পীর সাহেবের বাড়ী থেকে ফেরার পথে শরণখোলা মোড়েলগঞ্জের মধ্যবর্তী কেয়ার সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঃ রহিমের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে খুলনা যাওয়ার পথে আঃ রহিম মৃতুবরন করেন। আহত দিদারুজ্জামান বিপ্লব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: