গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তিতুমীর কলেজে

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ মার্চ) শনিবার কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু প্রমুখ।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার।
২৫ মার্চের ভয়াবহতা ও গুরুত্ব তুলে ধরে ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, ২৫ মার্চে কি ঘটেছে সেটা বলার সক্ষমতা আসলেই আমার নেই। আপনারা বই পুস্তকে দেখেছেন, পড়েছেন। সর্বপরি ২৫ মার্চকে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক এই দাবি রইলো।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: