সলঙ্গায় আগুন পুড়ল ৬ দোকান, ৬০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি (র্যাব-১২ প্রধান কার্যলয়) এলাকায় বারীক মাষ্টারের মার্কেটের একটি দোকানে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।
স্থানীয়রা আগুনে নিয়ন্ত্রনের চেষ্টা করলে নিয়ন্ত্রনে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
মার্কেটের ব্যবসায়ী আব্দুর রশিদ, আব্দুল আলিম, রফিক ও রায়হান বলেন, আমাদের কর্মস্থলে আগুন লেগে আমরা নিঃস্ব আমাদের যা ছিলো সব শেষ। পরিবার পরিজনদের নিয়ে চলাচলের রাস্তাটুকুও নেই আমরা একেবারে অসহায় হয়ে গেলাম।
মার্কেটের মালিক আব্দুল বারীক মাস্টার জানায়, আগুনে মার্কেটের ৬টি দোকানে থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এই মার্কেটে ট্রাক বাসের যন্ত্রাংশসহ মেরামতের কাজ করা হতো। মার্কেটের সামনের ফাকা জায়গায় দুটি ট্রাকের শেষ মুহুর্তের কাজও চলছিলো। আগুনে ট্রাক দুটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
মার্কেটে থাকা পুরে যাওয়া ট্রাক মালিক আশরাফুল ইসলাম কালু বলেন, আমার ট্রাকের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে এমন দুর্ঘনায় আমার ট্রাকটি পুরে গেছে। অনেক কষ্ট করে ঋণ করে ট্রাকটি ক্রয় করেছি। এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। ঋণ পরিষোধ করবো কি দিয়ে আর ট্রাক মেরামত করবো কি দিয়ে।
উল্লাপাড়া ফায়রা সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর মধ্যেই ৬টি দোকানের মালামাল পুড়ে যায়।
তিনি আরোও জানান, কয়েলের আগুন থেকে ঘটনার সূত্রপাত হলেও যন্ত্রাংশের ভেতরে তেল জাতীয় পদার্থ থাকার কারনে আগুনের তীব্রতা বেড়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন থেকে রক্ষা পেয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: