বুড়িচংয়ে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৬:৩৩ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কে.জি.এস যুব ফোরামের উদ্যোগে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) কণ্ঠনগর বাজারে রোজার তাৎপর্য, গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা শেষে সাতটি গ্রামের ২ শাতাধিক দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন কে.জি.এস যুব ফোরাম।

ইফতার সামগ্রী বিতরণ ও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. সাইফুল আলম। কে.জি.এস মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. রাশেদুল হকের সভাপতিত্বে ও কে.জি.এস. যুব ফোরামের মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার আলী, গোসাইপুর কে জি কে দাখিল মাদ্রাসার সুপার সফিকুল রহমান ভূঁইয়া, ডাক্তার জয়নাল আবেদীন, মোস্তফা জামাল ঠিকাদার, হাবিলদার জসিম উদ্দিন, বর্তমান মেম্বার তোফাজ্জল হোসেন, বাহারুল ইসলাম জহির মেম্বার, খোকন মেম্বার, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কামরুল হাসান নাসিম, আব্দুল মুন্নাফ।

এসময় আরো উপস্থিত ছিলেন কে.জি.এস যুব ফোরামের সাধারণ সম্পাদক আবু কাউছার, মানবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য ডাক্তার জামাল হোসেন, ইকবাল মনির, সাদ্দাম হোসেন, মহিবুল্লাহ, জামাল হোসেন, ওমর ফারুক, সারোয়ার জাহান, সানাউল্লাহ, রবিউল হোসেনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। সংগঠনটি প্রতিষ্ঠা কাল থেকে সদস্যরা সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে আসছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: