বাথরুম থেকে উদ্ধার হলো অভিনেত্রীর স্বামীর মরদেহ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৮ পিএম

স্বামী হারালেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলু কোহলি। শুক্রবার (২৪ মার্চ) বাড়ির বাথরুম থেকে স্বামীর লাশ উদ্ধার করা হয়।  তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষরক্ষা হয়নি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী বন্দনা এই দুঃসংবাদ জানিয়েছেন সংবাদমাধ্যমে। ডায়াবেটিসে দীর্ঘদিন ভুগছিলেন তিনি, কিন্তু আর কোনো অসুস্থতা ছিল না।

সংবাদমাধ্যমের খবর,  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ মারা যান তিনি। এদিন বাড়িতে ছিলেন না অভিনেত্রী। বাড়িতে শুধুমাত্র ছিলেন তার গৃহ পরিচারিকা। এদিন গুরুদ্বার গিয়েছিলেন অভিনেত্রী স্বামী হরমিন্দর সিং। গুরুদ্বার থেকে ফেরার পর তিনি বাথরুমে যান, কিন্তু দীর্ঘ সময় ধরে বাইরে বের হচ্ছিলেন না। তখন গৃহ পরিচারিকা বারবার তাকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে, দরজা ভাঙা হয়। দেখা যায় তিনি বাথরুমের মেঝেতে পড়ে আছেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

নীলু কোহলির মেয়ে সাহিবা সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি। এ দিন দুপুরেই এমন ঘটনা ঘটেছে। আচমকা মৃত্যু হল বাবার। আমার ভাই মার্চেন্ট নেভিতে থাকায় আরও দুদিন পর শেষকৃত্য সম্পন্ন হবে। আমার মায়ের অবস্থা ভালো নয়। ঘটনার সময় কাজে বাইরে ছিলেন তিনি।’ নিলু কোহলি টিভি সিরিয়াল ছাড়াও ‘হাউসফুল টু’, হিন্দি মিডিয়াম’, ‘পাতিয়ালা হাউস’-এর মতো বলিউড হিট সিনেমার অভিনয় করেছেন। সূত্র - জি নিউজ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: