কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

কুষ্টিয়া শহর থেকে শিশু স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী নাইট গার্ড মিটন আলীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন।
স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় দ্বিতীয় শ্রেনীর এক স্কুলছাত্রী শিশুকে কুষ্টিয়ায় অনুষ্ঠিত বানিজ্য মেলায় নিয়ে যাবার কথা বলে এলাকার নাইট গার্ড মিটন আলী (৫৩) নিজের বাড়ী মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় নিয়ে গিয়ে ফাকাঁ স্থানে পাশবিক নির্যাতন চালায়। পরে রাত ১১টায় রিক্সা যোগে ওই শিশুকে বাড়ীতে পাঠিয়ে দেয়।
বাড়ী ফিরে সব কথা বলে দিলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিম শিশুর পিতা বাদী হয়ে পরদিন ২২ মার্চ বুধবার কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-৪৮, তারিখ- ২২/০৩/২০২৩। ঘটনার পর থেকেই অভিযুক্ত নৈশপ্রহরী পলাতক ছিলো। শুক্রবার রাতে কুষ্টিয়া র্যাব-১২ সদস্যরা মোল্লাতেঘরিয়া এলাকা থেকে মিটন আলীকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অপরাধের কথা শিকার করেছে মিটন আলী। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলার আসামি মিটন আলী কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকার রওশন আলী ছেলে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: