কুবি শাখা ছাত্রলীগ একাংশের মানববন্ধন

২৫শে মার্চে গণহত্যার 'সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতিদান', 'গণহত্যা অস্বীকৃতি আইন' প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা এবং জামাত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস সমর্থিত অংশ।
মানববন্ধনে স্বজন বরণ বিশ্বাস বলেন, ৭১ এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জামাত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, গণহত্যার সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতিদান', 'গণহত্যা অস্বীকৃতি আইন' প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন।
রেজা-ই-এলাহী বলেন, ২৫ মার্চ রাতে বাংলাদেশর ওপর পাকিস্তান যেভাবে অত্যাচার চালিয়েছিল, তা ভোলার নয়। তারা ভেবেছিল শিক্ষক, বুদ্ধিজীবি, ছাত্রদের হত্যা করলে বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু তা হতে দেয়নি। সেই পাকিস্তানিদের সহযোগী জামাত-শিবিরকে প্রতিটি স্থান ও ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে। মানববন্ধনে তাঁদের সমর্থিত অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: