দাম বেশি চাইলে ভিডিও করে অভিযোগ দিন: ভোক্তা অধিকার

পবিত্র রমজান মাসে পণ্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারবাহিকতায় রাজধানী ঢাকার নিউ মার্কেটের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে সংস্থাটি। শনিবার (২৫ মার্চ) সকাল থেকেই প্রতিষ্ঠানটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে কাঁচাবাজারে অভিযান চালানো হয়।
অভিযানে বেগুনের পাইকারি দামের সঙ্গে খুচরা দামের বিস্তর ফারাক দেখতে পান তিনি। এছাড়া লেবুর দাম বেশি চাইলে বিক্রেতার কাছ থেকে রশিদ নেয়ার আহ্বান জানান তিনি। রশিদ না দিলে ভিডিও করে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন।
অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার সংবাদমাধ্যমকে জানান, খুচরা বাজারে সবজির দামের ক্ষেত্রে অনিয়ম পেয়েছি। নিউমার্কেটে যে বেগুন পাইকারিতে ৪০ টাকা বিক্রি হচ্ছে সেই বেগুন পাশেই খুচরা বিক্রি করছিল ৭০ টাকায়। এটা হতে পারে না। আজও এখানে একজন বলেছেন যে বেগুন ৬৫ টাকায় কিনে এনেছেন।
তিনি জানান, আমরা কাগজ চাইলাম, তিনি দিতে পারলেন না। আমরা মার্কেট সভাপতিকে বলেছি, আমরা এরকম অনিয়ম কোনও মার্কেটে পেলে বাণিজ্য মন্ত্রণালয়কে সমিতির লাইসেন্স বাতিলের সুপারিশ করবো। ইতোমধ্যে আমরা কাপ্তান বাজার ব্যবসায়ী সমিতিকে নোটিশ করেছি। তারা আমাদের কাছে দুঃখপ্রকাশ করে ভবিষ্যতে এমন না হওয়ার অঙ্গীকার করেছেন।
তিনি আরও বলেন, নিউমার্কেটে আজ মুরগির দাম ২৪৫-২৫০ টাকা ছিল। আমরা দেখলাম, তারা আরও ৫ টাকা কমে বিক্রি করতে পারেন চাইলে। আমরা মূল্য চেক করছি। আমাদের টিম কাপ্তান বাজার যাবে। সারাদিন আমরা মনিটরিং করে দেখবো। কেউ যদি লেবুর হালি ৮০ টাকা বলে তার কাছ থেকে রশিদ চাইবেন। রশিদ দিতে না চাইলে সেই চাওয়ার অডিও কিংবা ভিডিও রাখবেন। সেটি নিয়ে আমাদের অফিসে অভিযোগ করবেন। আমরা প্রত্যেকটি অভিযোগের শুনানি নেবো। অভিযোগ সত্যি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: