বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে চোরাই গরু

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১১:৩৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই গরু কেনার পর এখন ওই গরুর রক্ষকের দ্বায়িত্বও পেয়েছেন একজন সাবেক ইউপি চেয়ারম্যান। রাতের আধারে চুরি করে আনা ওই গরুটি একজন কসাই তার নিকট বিক্রি করেছে দাবি করলেও পুলিশের জেরার মুখে গরুর সেই বিক্রেতাকে হাজির করতে পারেননি। এ নিয়ে জট পাকাচ্ছে নানা সন্দেহ।

বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শামীম মোল্যা গত বৃহস্পতিবার সকালে আলমগীর নামে একজন কসাইয়ের নিকট থেকে গরুটি তার বাড়িতে নিয়ে যান। শামীম মোল্যার দাবি, বাচ্চা পেটে ওই গাভীন গরুটি তিনি ১ লাখ ৯০ হাজার টাকা দামে কিনেছেন কসাই আলমগীরের নিকট থেকে। তবে পুরো টাকা শোধ করেননি। আপাতত ৫০ হাজার টাকা দিয়ে গরুটি নিয়ে এসেছেন।

স্থানীয়রা জানান, দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাঁচু শেখের ছেলে আলমগীর শেখ গত ২১ মার্চ গভীর রাতে একটি বিদেশি জাতের উৎকৃষ্ট গাভী গরু তার বাড়িতে নিয়ে যান। পেশায় কসাই আলমগীর শেখ গভীর রাতে ওই গাভী গরু নিয়ে বাড়িতে ফেরায় এলাকাবাসীর মনে সন্দেহ ঘনীভূত হয়। কোথা হতে কার নিকট থেকে গরুটি কিনেছে জানতে চাইলেও আলমগীর কোন সদুত্তর দিতে পারেনি বলে জানান স্থানীয়রা। গরু কেনার রশিদএ দেখাতে পারেননি। এনিয়ে নানা কথা শুরু হলে আলমগীরকে ওই গরু কারো নিকট বিক্রি অথবা হস্তান্তর করতেও নিষেধ করেন তারা। কিন্তু এরইমধ্যে পরেরদিন সকালে গরুটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা তার বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।

এ ব্যাপারে কসাই আলমগীর শেখের বক্তব্য জানতে বৃহস্পতিবার তার বাড়িতে যেয়েও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, গরুটি শামীম মোল্যার বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে ঘটনার আলমগীর আত্মগোপনে রয়েছেন। শামীম মোল্যার দাবি, গরুটি চোরাই কিনা সেটি তিনি জানেন না।

এদিকে, চোরাই গরু বিক্রির খবর পেয়ে বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নের জয়নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই সুব্রত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুব্রত কুমার বলেন, ওসি স্যারের নির্দেশে শামীম মোল্যাকে ওই গরু যার নিকট থেকে কিনেছেন তাকে হাজির করতে বলেছি। আর ওই গরুর কোন দাবিদারও পাওয়া যায়নি। যতদিন গরুর মালিককে পাওয়া না যায়, ততদিন গরুটি শামীম মোল্যার জিম্মায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: