ঘাটাইলে হিলফুল ফুযুল যুব উন্নয়নের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা

টাঙ্গাইলের ঘাটাইলে হিলফুল ফুযুল যুব উন্নয়ন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কিরাত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের খাজনাগড়া মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে শনিবার (২৫ মার্চ) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাদ্রাসার ১২জন শিক্ষার্থী অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীন্দর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।
উক্ত মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এইচ.এম মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ড. আতাউর রহমান। মাওলানা হুমায়ুন আহমেদ ও হাফেজ মাওলানা মো. আমির হামজার পরিচালনায় স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন সহি শুদ্ধ ও শ্রুতি মধুরভাবে উপস্থাপন করাই এই ক্বিরাত সম্মেলন ও হিফযুল কোরআন প্রতিযোগিতার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: