এগুলো আমার কাছে একটু বেশি মনে হয়: ফারুক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১২:০২ এএম

দেশের খ্যাতিমান অভিনেতা ফারুক আহমেদ। অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে অনন্য উচ্চতায়। শনিবার (২৫ মার্চ) এই গুণী অভিনেতার জন্মদিন। তবে ফারুক আহমেদ জন্মদিন পালন করেন না। প্রতি বছর একই নিয়মের মধ্যে থাকেন তিনি। মূলত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই নিজের জন্মদিনে কোনো ধরনের অনুষ্ঠান পালন করেন না এই অভিনেতা।

জন্মদিনে একটি সংবাদমাধ্যমকে ফারুক জানান, ‘এই দিনে (জন্মদিন) আমি নিজ থেকে চুপ থাকি। সোশ্যাল মিডিয়ায় পরিচালক, অভিনয়শিল্পীসহ অনেকেই শুভেচ্ছা জানান। সেগুলো অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। সবাইকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘একটা বিষয় লক্ষ করি, অনেকেই আমাকে একটু বেশিই ভালোবাসেন। তারা আমার প্রশংসা করেন। কেউ কেউ কিংবদন্তি অভিনেতা ও গুণী শিল্পীদের সঙ্গে তুলনা করেন। এগুলো আমার কাছে একটু বেশি মনে হয়। তবে সবার ভালোবাসা মনে করিয়ে দেয়, আমার কাছে তাদের অনেক প্রত্যাশা।’

অভিনেতা যোগ করেন, ‘অঙ্কের মতো জীবন চলে না। আমি সুখী মানুষ। জীবনে যা পাইনি, তা নিয়ে কোনো দুঃখ নেই। পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব— সব নিয়ে আমি বেশ ভালো আছি।’

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় শুরু করেন ফারুক আহমেদ। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘বারো রকম মানুষ’ নাটকে রসিক লাল নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারাদেশে পরিচিতি লাভ করেন। অভিনয়ের পাশপাশি প্রায়ই নাটক লিখেন। নাট্যকার হিসেবেও প্রতিষ্ঠিত তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: