বিশ্ব করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৮ এএম

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু এবং ৫৪ হাজার ৪০১ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন (শনিবার) ৬৯৬ জনের মৃত্যু এবং ৯০ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছিলেন। রবিবার (২৬ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল জাপান। দেশটিতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ৬ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং মারা গেছেন ২৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ২৬ হাজার ৫২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: