ফরিদপুরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম

ফরিদপুরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহানসহ অতিথি বৃন্দ। এসময় উপস্থিত পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ, সিনিয়র শিক্ষক কাজী দেলোয়ার হোসেন এবং আশুতোষ হুহসহ অন্যান্য।

এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলো পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইশরাত আরা সেজ্যোতি ১ম বক্তা, জাকিয়া ফারহানা জেবা ২য় বক্তা, মো. রনি ৩য় বক্তা ও শ্রেষ্ঠ বক্তা। তাদের প্রতিপক্ষ ছিলো বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয়, আটরশি। বিতর্কের বিষয় ছিলো "মানসম্মত শিক্ষা বাস্তবায়নে দারিদ্রতাই প্রধান বাধা"।

উল্লেখ্য, ২১ মার্চ সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর শিশু একাডেমীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর নেতৃত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: