ফরিদপুরে আ.লীগ নেতার বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১০:৫২ এএম

ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের বাসিন্দা ও গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মফিজ মোল্লা ও তার ভাই সোহেল মোল্লা ও চাচাতো ভাই মোস্তাক মোল্লার ঘর থেকে এ চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) পুলিশ অভিযান চালিয়ে এ চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে পুলিশ সুত্রে জানা যায়।

স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. এনায়েত হোসেন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরবর্তীতে জানতে পেরেছি। আমার জানামতে মোটরসাইকেলগুলো চোরাই না। তাদের কেনা মোটরসাই‌কেল। এছাড়াও তিনটি মোটরসাইকেলের কাগজপত্র আছে। তারপরও বিষয়টি প্রশাসন ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মফিজ মোল্লার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে বোয়ালমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুর রহমান বলেন, থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফের নেতৃত্বে অভিযান চালানো হয়। মফিজ মোল্লা ও তার ভাই সোহেল মোল্লা, চাচাতো ভাই মোস্তাক মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: