নানা আয়োজনে বাসাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচি গৃহীত হয়।
প্রত্যুশে বাসাইল থানা পুলিশের পক্ষ হতে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনা সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রবিবার (২৬ মার্চ) সকাল ৫.৫৭ মিনিটে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হাসপাতাল গেইট সংলগ্ন স্মৃতিসৌধ এবং নথ খোলা স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় শহীদদের কবর জিয়ারত করা হয়। সকাল ৮.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক গফুর মিয়া, ওসি মোস্তাফিজুর রহমান।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন,
সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউস,ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা আ'লীগ সাধারন সম্পাদক মির্জা রাজিক, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার প্রমূখ। এছাড়াও বীরমুক্তিযোদ্ধাগন, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন। জাতির শান্তি ও অগ্রগতি কামনায় ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: