বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার সকালে কালিকাপুরস্থ বঙ্গবন্ধু'র ম্যূরালে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শরীফ আল রাজীব, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি জামিল হোসেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: