সখীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের সখীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কোকিলার পাবর শহীদ মিনারে বীর শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তর, সখীপুর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক নসংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের মাওলানা ইব্রাহিম খলিল।
পরে সকাল আটটায় উপজেলা পরিষদের মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এছাড়া জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ, বাংলাদেশ স্কাউট, রোবার স্কাউট, গার্লস গাইড, কাবদল, কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
এ সময় নানা কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন মুকুল, সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ছদরুদ্দীন, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রফিক-ই-রাসেল, পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: