নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল সেতু

ফরিদপুরের নগরকান্দায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়লো নির্মাণাধীন সেতু। নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা নামক এলাকায় খালের উপর এ নির্মাণাধীন সেতুটি ধসে পড়ে। শুক্রবার (২৪ মার্চ) এ সেতুটির ঢালাই কাজ শেষ হলে তার কয়েক ঘণ্টা পরে গভীর রাতে সেতুটি ধসে পড়ে বলে জানায় স্থানীয়রা। স্থানীয়দের দাবি নিম্নমানের কাজ করার কারণে হয়তো সেতুটি ধসে পড়েছে। আমরা সরকারের কাছে একটি নিরাপদ সেতু চাই।
ফরিদপুর এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খাঁন বিভিন্ন প্রশ্নের জবাবে বিডি২৪লাইভকে বলেন, স্টেজিং ভালো না করায় এমন ঘটনা ঘটেছে। নিচের গোড়াটা যেভাবে করার দরকার ছিলো সেভাবে হয়নি বিধায় এমনটা হয়েছে। এটা একজন ঠিকাদারের জন্য বড় ধরনের দুর্ঘটনা এ ক্ষতির দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। ঠিকাদারের এ ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তীতে কাজের মান খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজের মান খারাপ হওয়ার কোন সুযোগ ও সম্ভাবনা নেই। দু'পাশের ঢালাই আরও কিছু ভেঙ্গে নতুন করে স্টেজিং করতে হবে এর জন্য নতুন করে কোন বরাদ্দের সুযোগ নেই। ঠিকাদারের নিজস্ব অর্থায়নেই ঠিক করতে হবে। তিনি আরও বলেন, আমি আমার স্টাফদের বলে দিয়েছি এক বোতল পানি ও যেন কারও নিকট থেকে না খায়, পানি টুকুও যেন তারা ক্রয় করে খায়। এদিকে ঠিকাদার রেজাউল করিম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: