কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) ভোরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা শুরু হয়। পরে সকাল ৭ টায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কর হয়। সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অবস্থিত স্মৃতি সৌধে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্প স্তবক অর্পণ করে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোহাম্মদ আবদুল্লাহ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, উপ পরিচালক স্থানীয় সরকার কিশোরগঞ্জ মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, এম এ আফজাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নানসহ সরকারির উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে সকাল ৮ টায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন আর সাদা পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের মনোরম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির চৌকস দল। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: