নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৪:০৯ পিএম

জান্নাতুল বিশ্বাস, নড়াইল থেকে: নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। সোমবার (২৭ মার্চ) নড়াইল সদরের মাদ্রাসা বাজার ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারকে ১০০০ টাকা, মেসার্স রুমান স্টোরকে ১০০০ টাকা, মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০০০ টাকা, মেসার্স মোল্ল্যা এন্টারপ্রাইজকে ২০০০ টাকা, মেসাস সবুজ পোল্ট্রি ভাণ্ডারকে ২০০০ টাকা, মেসার্স বিসমিল্লাহ হাউজ ২১০০ টাকা, মেসার্স ফ্রেন্ডস বেকারিকে ৩০০০ টাকা, মেসার্স আকমান স্টোরকে ২০০০ টাকা, মেসার্স মোমিন এন্টারপ্রাইজকে ২০০০ টাকা, মেসার্স ঘোষ মিষ্টান্ন এন্ড ঘৃত ছানা ভাণ্ডারকে ১০০০০ টাকাসহ মোট ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: