অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে মুখ খুললেন ওমর সানী

ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বর্তমানে সিনেমায় দেখা না গেলেও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে ব্যক্তিগত ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন ইস্যুতে সক্রিয় দেখা যায় তাকে। কিন্তু এবার তারকাদের অ্যাওয়ার্ড প্রদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেতা। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝেই তারকাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারকারাও সানন্দে গ্রহণ করে থাকেন সেসব অ্যাওয়ার্ড।
তবে ওমর সানী কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নাম উল্লেখ না করে অ্যাওয়ার্ড প্রদানকে ‘বাণিজ্য’ বলে উল্লেখ করলেন। সোমবার (২৭ মার্চ) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে বিস্ফোরক এ মন্তব্য করেন। তিনি লেখেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাইনি।’
এ চিত্রনায়ক আরও লেখেন, ‘যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না। কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’ ওমর সানীর এ স্ট্যাটাস অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন তারা। অধিকাংশ মন্তব্য অভিনেতার ‘অ্যাওয়ার্ড বাণিজ্য’র পক্ষে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: