সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৯:০৬ পিএম

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোস্তফা বিশ্বাসকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সোমবার (২৭ মার্চ) বেলা একটার দিকে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এমজি আযম। দণ্ডপ্রাপ্ত আসামী মোস্তফা ফিরোজ (৩২) তালা উপজেলার চাঁদকাটি গ্রামের আমজেদ বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মোস্তফা বিশ্বাসের (৩২) সাথে ২০০৯ সালো শিউলী খাতুনের(১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোস্তফা বিশ্বাস ও তার বাবা আমজেদ বিশ্বাস যৌতুকের দাবিতে শিউলীকে নির্যাতন করতো। একপর্যায়ে তারা শিউলীর পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি সোনা দাবি করে। এ নিয়ে ঝগড়ার জেরে শিউলী তার বাবার বাড়ি তালা উপজেলার রঘুনাথপুরে চলে যায়। ২০০৯ সালের ১৬ই জুলাই ভোর সাড়ে ৫টায় মোস্তফা ও তার বাবা আমজেদ শিউলীদের রঘুনাথপুরের বাসায় আনতে যান। বাসায় কেউ না থাকায় সকাল ৮টার দিকে তারা শিউলীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা লাগিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধৃত হন।

এ ঘটনায় শিউলীর বাবা আব্দুস সবুর বাদী হয়ে ২০০৯ সালের ৪ আগস্ট তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু জানান, ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যদানে ভিত্তিতে মোস্তফা বিশ্বাসকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অন্যদিকে আসামীর বাবা আমজেদ বিশ্বাসকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এদিকে, এই রায়কে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেছেন দন্ডপ্রাপ্ত আসামী মোস্তফার পরিবারের স্বজনরা। তার বোন মোছাঃ আরিফা খাতুন বলেন, ঘটনার দিন মোস্তফা সেখানে উপস্থিত ছিলেন না। তার স্ত্রী শিউলীর পূর্বে আরেকটি বিয়ে হয়েছিলো। শিউলীর বাবাই তাকে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে শিউলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাদীপক্ষ আমার ভাইকে ফাঁসিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: