স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংস হয়ে গেছে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয়করণ করে অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যোগ্য ব্যক্তিরা অবহেলিত। চিকিৎসা ব্যবস্থায় দলীয় সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। জনগণের প্রতি তাদের (আওয়ামী লীগের) দায়বদ্ধতা নেই বলেই স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংস হয়ে গেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিমান বিপর্যয় নেমেছে তা সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা দেখলেই বোঝা যায়। এর মূল কারণ হচ্ছে দলীয়করণ।
করোনায় সার্টিফিকেট জালিয়াতি করে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক বিষয়গুলোসহ বাংলাদেশের সকল সেক্টরেই আওয়ামী লীগ সরকার বিপর্যয় নামিয়েছে। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সকল কিছুতেই দলীয় প্রভাব।
সরকারি হাসপাতালে বিকেলে ফি নিয়ে রোগী দেখার ব্যবস্থার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সরকারি দলের লোকদের পকেট ভারী করার জন্য, নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই এ ব্যবস্থা চালু করা হচ্ছে। যা জনগণের কোনো উপকারে আসবে না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: