বিদ্যুতের খুঁটি ঘেষে বাড়ি নির্মাণ, ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সাভারের আশুলিয়ায় বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও বেকারির গলি এলাকায় হাজী আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মোঃ হোসেন (৬) কুরগাঁও এলাকার মোঃ মিন্টুর ছেলে। সে তার পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানান, বিকেলে বাসার ছাদে ঘুরি উড়াতে যায় শিশু হোসেন। এক পর্যায়ে ঘুরিটি ছাদঘেঁষা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে আটকে গেলে তা ছাড়াতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। এরপর কিছুক্ষণ লাইনের তারের সাথে ঝুলে থাকে এবং এর পরে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেম শেষে তার পরিবারের কাছে সকালে মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন নামের স্থানীয় বহুতল ভবনের মালিক ইমারত আইন না মেনেই বাড়ি নির্মাণ করেছেন। বিদ্যুতের খুঁটিঘেষে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এমনকি পুরো ছাদটি অরক্ষিত ছিলো। কোন রেলিংও নির্মাণ করা ছিলো না।
এবিষয়ে আশুলিয়া থানার (এস আই) মাসুদ আল মামুন বলেন, মরদেহ ময়ণা তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এছাড়া অরক্ষিত বাড়ির বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এবিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: