ছেলের জন্য দোয়া চাইলেন মাহির স্বামী

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৪:০৪ পিএম

ছেলের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।

সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মুহূর্তেই মাহির সেই পোস্ট অন্তর্জালে ভাইরাল হয়েছে।

অপরদিকে একই ছবি নিজের সোশ্যাল হেন্ডেলে শেয়ার করে ছেলের জন্য দোয়া চেয়েছেন মাহির স্বামী রকিব সরকার। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হয়েছি। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’ মাহির ছেলেকে দেখার সাধ মিটলেও নবজাতকের নাম জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে নেটিজেনদের।

উল্লেখ্য,, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।

এদিকে সন্তানসম্ভবা হওয়ায় অনেক আগেই সিনেমার কাজ থেকে দূরে আছেন মাহি। তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড। সম্প্রতি ওমরা করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দির কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তিও পান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: