সিরিজ জয়ের মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১২:৪০ পিএম

ঘরের মাঠে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর টাইগারদের সামনে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। আজ হারলেই এক ম্যাচ আগে সিরিজ পকেটে পুরবে টাইগাররা।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি দেখাবে। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছিল টাইগাররা। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রনি-লিটনরা।

সাধারণত প্রতিটি দলই তাদের উইনিং কম্বিনেশন ঠিক রাখে পরের ম্যাচে। আর প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার ওপেনাররা। তাই ওপেনিংয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শঙ্কা রয়েছে রনি তালুকদারকে নিয়ে। কেননা প্রথম ম্যাচে কাঁধের ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। বর্তমানে রয়েছেন পর্যবেক্ষণে। শেষ পর্যন্ত যদি সেরে না ওঠেন সেক্ষেত্রে একাদশে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে হয়ত লিটনের সঙ্গে নামতে পারেন জাকের আলি।

টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় নিশ্চিত। এরপরই রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপরে মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারিও একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে। আগের ম্যাচে তেমন ভালো করতে পারেননি নাসুম আহমেদ। মাত্র এক ওভার বল করার সুযোগ পেলেও ছিলেন বেশ খরুচে। তাতে এই জায়গায় অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। পেস অ্যাটাকে প্রথম ম্যাচের মতোই তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে দেখার সম্ভাবনাই প্রবল।

উল্লেখ্য, প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাধার আগে ১৯ দশমিক ২ ওভার শেষে দুইশোর বেশি সংগ্রহ গড়েছিল সাকিবরা। তবে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ ও লুইস মেথডে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং তোপে দ্রুতই গুঁটিয়ে যায় আইরিশ শিবির। এর ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার/জাকের আলি, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: