কচুয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম

চাঁদপুরের কচুয়ায় ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে স্কুল ছাত্রী সুমনা আক্তার শাহনাজের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৯ মার্চ) দুপুরে কচুয়া থানা রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, কড়ইয়া গ্রামের শহীদ মুন্সির ছেলে ফুয়াদ হাসান রিফাত প্রেমের প্রলোভনে মোবাইলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় স্কুলছাত্রী সুমনা আক্তার শাহনাজ আত্মহত্যা করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফুয়াদ হাসান রিফাতসহ ৫ জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। স্কুলছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: