জাতীয় ভূমি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিলেটের ডিসি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৪:২৫ পিএম

দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে এ সম্মেলন উদ্বোধন করেন। এসময় সিলেট থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান।

এছাড়াও সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন উপজেলার কানুনগো,সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ভূমি সম্মেলন ২০২৩উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলন চলবে ৩১ মার্চ পর্যন্ত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: