লিটন ঝড়ে ১৭ ওভারে বাংলাদেশের ২০২

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

চট্টগ্রামে আরও একবার লিটন-রনি ঝড়। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটির রেকর্ড গড়েছেন লিটন। তার ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে ১৭ ওভার শেষে ২০২ রান তুলেছে টাইগাররা। জয়ের জন্য আইরিশদের লক্ষ্য ২০৩ রান।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নেমে উড়ন্ত সূচনা করে টাইগাররা। রনি তালুকদারকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২৪ রান করেন লিটন।

৪৪ রান করে রনি বিদায় নিলে ভাঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটি। দুর্দান্ত ব্যাটিং করা রনি শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন হাঁফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। এই ওপেনারের বিদায় নিলেও একটুও কমেনি রানের গতি। এরপর সাকিবের ৩৮ ও তৌহিদ হৃদয়ের ২৪ রানে ভর করে ১৭ ওভারে ২০২ রান সংগ্রহ পায় বাংলাদেশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: