সাভারে সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম

সাভারে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গভীর রাতে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। বুধবার (২৯ মার্চ) বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

এ সময় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় সাংবাদিকরা অনতিবিলম্বে শামসের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন বলেন, ‘সাংবাদিককে রাতের আঁধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ জনের একটি টিম সাদা পোশাকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সংবাদ সংক্রান্ত বিষয়ে কোনও অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলের মাধ্যমে সেটি সমাধান করা যেত। কিন্তু সেটি না করে একজন সন্ত্রাসীকে যেভাবে তুলে নেওয়া হয় সাংবাদিককেও একইভাবে তুলে নেওয়া হলো। এটি স্বাধীন গণমাধ্যম পরিপন্থি এবং একইসঙ্গে অত্যন্ত ন্যক্কারজনক একটি উদাহরণ। আমরা শামছুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি চাই।’

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় বলেন, ‘আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ভোর ৪টা বাজে ঘুম থেকে তুলে সিআইডি পরিচয়ে শামছুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরে যোগাযোগ করলেই কেউই তার আটকের বিষয় নিশ্চিত করেনি। সর্বশেষ দুপুরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমাদের জানতে হয় শামসকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগে দেখতাম জঙ্গি, বড় বড় অপরাধী ধরলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য আসে। আজ একজন সাংবাদিককে আটক করা হয়েছে কি না সেটিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাধ্যমে জানতে হলো, তাহলে আমরা কোন কাতারে আছি? আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই, একইসঙ্গে অবিলম্বে তার মুক্তি চাই।’

মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, একই সময়ে সাংবাদিক শামছুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন থেকে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: