লোহাগাড়ায় পানের ব্যাগে অস্ত্র

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৯:১১ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় পানের ব্যাগের ভেতর লুকিয়ে পাচার করার সময় একটি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুর রহমান (৪২) কক্সবাজারের মহেশখালী মাঝের ডেইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উল্লিখিত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নেন লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমানের সঙ্গীয় ফোর্স। এসময় ১টি ব্যাগ নিয়ে পায়ে হেটে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে দিয়ে চুনতি বাজারের দিকে যাওয়ার সময় পুলিশির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আবদুর রহমান। তৎক্ষনাৎ আগে থেকেই অবস্থান নেয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির হাতে থাকা ব্যাগের ভেতর বিশেষ কায়দায় পানের মধ্যে লুকিয়ে রাখা ছিলো ১ টি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড কার্তুজ। অস্ত্রটি তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: