সৌদি আরবে বাস দুর্ঘটনায়, ৩৪ বাংলাদেশির নাম পরিচয় মিলেছে

সৌদি আরবের জেদ্দাস্হ বাংলাদেশ কনসুলেটের দেওয়া তথ্য অনুযায়ী দূর্ঘটনা কবলিত বাসে বাংলাদেশি যাত্রীর সংখ্যা ছিল ৩৪ জন। এদের মধ্যে নিহত ও নিখোঁজ ১৮ জন, মারাত্মক/আংশিক আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৬ জন। বাসটিতে মোট যাত্রী ছিল ৪৭ জন, বাকিরা ভিনদেশী। হতাহত অনেকের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় পূর্ণাঙ্গ পরিচয় মিলেছে না। সৌদি স্হানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ডিএনএ টেস্ট ছাড়া পুড়ে যাওয়া মৃতদেহের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত সম্ভব নয়।
নিহত ও নিখোঁজ ১৮ জন:
১। রুকু মিয়া, পিতা: কালা মিয়া, থানা/উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ ইমাম হোসাইন রনি, পিতা: মোঃ আব্দুল লতিফ, থানা/উপজেলা: টঙ্গী, জেলা: গাজীপুর
৩। খাইরুল ইসলাম,
৪। মোঃ রাসেল মোল্লা
৫। মোঃ নজরুল ইসলাম, পিতা: কাউসার মিয়া, থানা: কোতয়ালী, জেলা: যশোর
৬। রুহুল আমিন
৭। সবুজ হোসাইন, লক্ষীপুর
৮। মোঃ হেলাল উদ্দিন, নোয়াখালী
৯। মোহাম্মদ আসিফ, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১০। শাফাতুল ইসলাম, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১১। শাহিদুল ইসলাম, পিতা: মোঃ শরিয়ত উল্লাহ, উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
১২। তুষার মজুমদার
১৩। মামুন মিয়া, পিতা: আব্দুল আউয়াল, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
১৪। মিরাজ হোসাইন
১৫। গিয়াস, পিতা: হামিদ, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা
১৬। মোঃ হোসাইন, পিতা: কাদের হোসাইন, উপজেলা: রামু, জেলা: কক্সবাজার
১৭। সাকিব, পিতা: আব্দুল আউয়াল
১৮। রানা মিয়া।
১৩ জনের মরদেহ হাসপাতালের মর্গে এবং বাকি ৫ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই মৃত কিন্তু তাদের লাশ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।
যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন/ চিকিৎসা নিয়েছেন:
আবহা প্রাইভেট হাসপাতাল
১। সালাহউদ্দিন, পিতা: আবুল বাশার, থানা/উপজেলা: সিতাকুন্ড, জেলা: চট্টগ্রাম
২। আল আমিন, পিতা: আব্দুল হাই, থানা/উপজেলা: বুরহান উদ্দিন, জেলা: ভোলা
৩। মিনহাজ, পিতা: সিরাজুল্লাহ, থানা/উপজেলা: রায়পুরা, জেলা: লক্ষীপুর
৪। জুয়েল, পিতা: মোঃ জয়নাল, থানা/উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপূর
৫। আফ্রিদি মোল্লা, পিতা: জাকির মোল্লা, থানা/উপজেলা: শালিকা, জেলা: মাগুরা
৬। মোঃ রিয়াজ, পিতা: আবু সাইদ, থানা/উপজেলা: চন্দ্রগঞ্জ, লক্ষীপুর।
৭। রানা (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
৮। মোঃ সেলিম (A03459571) (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
সৌদি-জার্মান হাসপাতাল:
১। দেলোয়ার হোসাইন, পিতা: আইয়ুব আলী, থানা/উপজেলা: লাকসাম, জেলা: কুমিল্লা
২। হোসাইন আলী (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
৩। মোহাম্মদ কুদ্দুস, পিতা: আব্দুল মান্নান (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
মাহায়েল জেনারেল হাসপাতাল:
১। মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা: আব্দুল লতিফ, থানা/উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
২। ইয়ার হোসাইন, পিতা: আব্দুল মালেক, থানা/উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
৩। মোঃ জাহিদুল ইসলাম, পিতা: মোঃ জজ মিয়া, থানা/উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
৪। মিজানুর রহমান, পিতা: ফজলুর রহমান, থানা/উপজেলা: মোহাম্মদপুর, জেলা: মাগুরা।
আসীর জেনারেল হাসপাতাল:
১। মোঃ মোশাররফ হোসাইন, পিতা: কাজী আনোয়ার হোসাইন, থানা: কোতয়ালী, জেলা: যশোর।
ভিন্ন দেশী ১৩ জন যাত্রীদের মধ্যে ৫ জনকে মৃত এবং ৮ জনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
সৌদির আরবের আসির প্রদেশের আবহা এলাকায় ২৭ মার্চ ২০২৩ তারিখে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় হতাহত ৩৪ জন বাংলাদেশীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: