আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৩:১৯ পিএম

দীর্ঘ তিন বছর পর পুরনো রূপে ফিরছে আইপিএল। শুক্রবার (৩১ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা।

করোনা মহামারির প্রভাবে নির্ধারিত কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের ম্যাচ। এরপর মহামারি বিদায় নিলেও এতদিন হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়নি। তবে দীর্ঘ তিন বছর পর এবার ফের খেলা হবে হোম ও অ্যাওয়ে ভেন্যু মিলিয়ে। ফলে প্রতিটি দল তাদের ঘরের মাঠে একবার ও আরেকবার প্রতিপক্ষের মাঠে গিয়ে একই দলের বিপক্ষে দুবার করে খেলবে।

শুধু হোম ও অ্যাওয়ে ম্যাচ ফেরানোতেই সীমাবদ্ধ নেই আইপিএল কর্তৃপক্ষ, নতুন করে প্রবর্তন করা হয়েছে কিছু নিয়মের। নতুন রূপে ফেরা এই আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। তবে তার আগে আয়োজন করা হয়েছে জমকালো অনুষ্ঠানের। যেখানে পারফর্ম করার কথা চলচ্চিত্র ও সংগীত জগতের বেশ কয়েকজন তারকার।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই তালিকায় আছেন রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং। তবে তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং ছাড়া বাকিদের অংশগ্রহণের বিষয়টি এখনো রয়েছে গুঞ্জনের পর্যায়ে। তামান্না ও অরিজিতের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বিকেল ৬টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে বাহুবলীসহ অসংখ্য দক্ষিণী সিনেমায় পর্দা মাতানো অভিনেত্রী তামান্না ভাটিয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবেন।

জল্পনা আছে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করবেন দক্ষিণের আরেক বিখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানাও। 'পুষ্পা' খ্যাত এই অভিনেত্রী ছাড়াও পারফর্ম করতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর গানে গানে দর্শক মাতাতে অরিজিৎ সিং তো থাকছেনই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: