কচাকাটায় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণের দাবিতে আলোচনা সভা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৪:১৬ পিএম

নাগেশ্বরী প্রস্তাবিত কচাকাটা উপজেলার বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণের দাবিতে কচাকাটার সকল ন্যাশনাল কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কচাকাটা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে কচাকাটা কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান মন্ত্রীর সাক্ষাৎ ও ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের উপর বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নেতা কর্মীরা।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, নাগেশ্বরী উপজেলা সভাপতি আতাউর রহমান রাজু ও কচাকাটা থানা সভাপতি রফিক সরকার প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: