মধুখালিতে আলোচিত পিতা-পুত্র নির্যাতনে গ্রেফতার হওয়া আসামীদের রিমান্ড

ফরিদপুরের মধুখালী উপজেলায় শ্রেণিকক্ষে আটকে পিতা-পুত্রকে অমানবিক নির্যাতনের ঘটনায় গ্রেফতার হওয়া চার আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৫ নম্বর আমলি আদালতে আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. মারুফ হাসান প্রত্যেক আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই দিন সন্ধ্যায় ফরিদপুর কোর্ট পুলিশের জিআরও মো. ইউসুফ শেখ সংবাদমাধ্যমকে এ তথ্যে নিশ্চিত করেছেন। তবে রিমান্ড শুনানি শেষে আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞেসাবাদ করা হবে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি গ্রামের আসাদুল মোল্যার ছেলে ফরমান মোল্যা (২১), একই গ্রামের শাহজাহান মোল্যার ছেলে সজীব মোল্যা (২২), একই উপজেলার শিবরামপুর গ্রামের নবিয়াল শেখের ছেলে জুবায়ের শেখ (২০) ও নূর ইসলাম ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া (২০)।
এর আগে গত ২৭ মার্চ ফরিদপুর জেলাসহ জেলার বাইরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওই দিনই তাদের ফরিদপুরের কোর্টে পাঠানো হয়। তবে আদালত ৩০ মার্চ শুনানির দিন ধার্য করেন।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার ওই চার আসামিকে আদালতের কাছে পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত শুনানি শেষে একদিন করে ওই চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।
ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, পিতা-পুত্র নির্যাতনের ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে প্রধান আসামি কুতুবউদ্দিন আদালত থেকে জামিনে আছেন। এছাড়া এ মামলার অন্য দুই আসামি আদালত থেকে জামিনে আছেন। আর সদ্য গ্রেফতার চার আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। অতি শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য , গত ১৭ মার্চ মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধাকে (১৫) মারধর ও নির্মম নির্যাতন করা হয়। এরপর নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। ওই ভিডিওতে মাঝকান্দির নাজিমউদ্দিনের মেয়ে রুমার নেতৃত্বে পাশবিক নির্যাতনের ভয়াবহতা ফুটে ওঠে। বৃহস্পতিবার পর্যন্ত রুমা গ্রেফতার হননি। তবে, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: