কক্সবাজার সৈকতে এবার ভেসে এল দুইটি মৃত ‘ইরাবতি ডলফিন’

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১১:৪০ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে দুইটি মৃত ‘ইরাবতি ডলফিন’। বৃহস্পতিবার দুপুরের জোয়েরের সময় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ডলফিন ২টি ভেসে আসে বলে জানিয়েছেন বীচ কর্মী বেলাল হোসেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানিয়েছেন, ডলফিন ভেসে আসার খবর পেয়ে বিজ্ঞানীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। মৃত ভেসে আসা ডলফিন ‘ইরাবতি ডলফিন’ প্রজাতির। কি কারণে এদের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাবে না। তবে জেলেদের জালে আটকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৯ মার্চ) গত বছরের ৩ ডিসেম্বর, ১১ নভেম্বর ও অগাস্ট মাসের শুরুতে দুই দফায় অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসেছিলো। একইভাবে গত বছর ৩ দফায় ভেসেছে এসেছে ৪ টি নানা প্রজাতির ডলফিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: