মিরপুর থেকে একসঙ্গে ৪ বান্ধবী নিখোঁজ

রাজধানীর মিরপুর থেকে একদিনে অষ্টম শ্রেণিপড়ুয়া চার ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে এ তথ্য জানান কাফরুল থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, আমরা তাদের স্কুল ও আশপাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ওই চার ছাত্রী একসঙ্গে ছিল। অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাকথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।
জানা যায়, নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা বান্ধবী। নিখোঁজ একজনের বাবা জিডিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজা-খুঁজির পর তিনি জানতে পারেন মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও ফেরেনি।
তিনি আরও উল্লেখ করেন, তার মেয়ের মধ্যে কোনও ধরনের পরিবর্তন দেখেননি। নামাজ পড়া, পর্দা করার মতোও কিছু পাননি। তার বাসায় স্মার্টফোন নেই। তবে তার মেয়ে বান্ধবীদের বাসায় গিয়ে আড্ডা দিতো। তাদের বাসায় স্মার্টফোন ছিল। চার বান্ধবী খুবই ঘনিষ্ঠ ও সারা দিন আড্ডা দিতো বলে জানান তিনি।
নিখোঁজ অন্য এক শিক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়ে এক বান্ধবীর বাসায় সবচেয়ে বেশি আড্ডা দিতো। তার বাসা আমাদের বাসার কাছাকাছি। তার মোবাইলে টেলিগ্রাম নামের একটি অ্যাপ দিয়ে কথা বলতো।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: