ইন্ডাস্ট্রির কারও সঙ্গে বন্ধুত্ব না করার কারণ জানালেন পড়শী

বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। তবে শুধু কণ্ঠশিল্পী বা গায়িকা বললে ভুল হবে। কেননা এখন শুধু গান হয়, অভিনয়ও করছেন নিয়মিত। গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবে। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে দুই মাধ্যমের তারকা হলেও ইন্ডাস্ট্রির কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন না বলে জানালেন পড়শী।
তবে জনপ্রিয় এ গায়িকার বন্ধুরা কারা, এমন প্রশ্নের জবাবে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ভালো বন্ধু হওয়া এত সহজ নয়। আমি অনেকটাই স্টেট ফরোয়ার্ড। আর বিনোদন দুনিয়ার কারও সঙ্গে খুব একটা ভালো বন্ধুত্ব গড়ে তুলি না আমি।পরিবারের সদস্য ও গুটি কয়েকজন ভালো বন্ধু তার। কারও সঙ্গে কথা বললেই সেটি বন্ধুত্ব হয় না। বন্ধু হচ্ছে যার সঙ্গে মনের কথা ভাগাভাগি করতে পারবেন। যেকোনো বিপদ শেয়ার করা যায় তার কাছে, কমফোর্ট জোন থাকতে হবে বলেও জানান গায়িকা পড়শী।
বিনোদন ইন্ডাস্ট্রি সম্পর্কে এই কন্ঠশিল্পী আরো জানান, আমাদের এখানে ছেলে-মেয়ে নির্বিশেষে সবার মধ্যে জেলাসি কাজ করে। দেখা যায় প্রথম ক’মাস ভালো মিল। পরে দেখা যায় দা–কুমড়ার সম্পর্ক। মিডিয়াতে এটি কঠিন সত্য। তবে কেউ কেউ যে ব্যতিক্রম, সে কথাও জানালেন পড়শী। বলেন, আমি এটা মানতে নারাজ, আমাদের সহকর্মীদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠে। এমনটা পাইনি। যদিও বন্ধুত্ব হয়ও, তাহলে সেখানে স্বার্থের জায়গাটা থেকেই যায়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: