কেরাণীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৮:৪৫ পিএম

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মোঃ শাহীন হাওলাদার (৩৮) নামে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের একসদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার (৩১ মার্চ) বিকালে র‌্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-১০ জানান, বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণ করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: