তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১১:৪২ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে সাংবাদিকতা’ শিরোনামে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় এ অনুষ্ঠান হয়।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দেশ রুপান্তরের তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের শাহাদাত হোসেন নিশাদ এবং দৈনিক ইত্তেফাকের আব্দুল্লাহ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও উপদেষ্টাগণ।এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

এ সময় সাংবাদিক সমিতির উপদেষ্টারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মাঝে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদেরকে রমজানের এই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানের এই শিক্ষা আমরা যেন সেটা বাকি সময়ে কাজে লাগাতে পারি।

উপদেষ্টারা আরো বলেন, এটা খুবই ভালো বিষয়, সবাইকে এক সঙ্গে নিয়ে ইফতার করা। সাংবাদিক সমিতির সদস্যরা কলেজের অর্জনগুলো জাতির সামনে তুলে ধরে। সাংবাদিকরাই কলেজকে দেশবাসীর সামনে প্রতিনিধিত্ব করে। সাংবাদিকদের লেখার মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক নানা খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এছাড়া, কলেজের অনিয়ম-দুর্নীতি থাকলে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা উঠে আসে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: