চোরাকারবারীদের সাথে বিজিবির সংঘর্ষ: নিহত কারবারি, আহত বিজিবি সদস্য

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে চোরাকারবারীদের সাথে বিজিবির সঙ্ঘবদ্ধ আক্রমণে মোঃ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন এবং জায়দুল ইসলাম নামের অপর একজন গুলিবিদ্ধ হয়। এসময় বিজিবি টহল দলের হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাটি শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বারমারী সীমান্ত এলাকায় ঘটে।

বিজিবির এক বার্তায় জানা যায়, বাংলাদেশ হতে ভারতে সুপারি পাচার এবং এর বিনিময়এ মাদক নিয়ে আসার গোপন তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বারমারী বিওপি হতে হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা কালে সীমান্ত পিলার ১১৬৪/৮-এস ও ৯-এস এর মধ্যবর্তী সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে সংঘবদ্ধ একটি চোরাকারবারী দল বাংলাদেশ হতে সুপারি মাথায় করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের প্রাক্কালে বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা অতর্কিত দেশীয় অস্ত্র (দা, লাঠি-সোঠা) দিয়ে টহলরত বিজিবি সদস্যদের উপর আক্রমণ করে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আক্রমণের এক পর্যায়ে টহল কমান্ডার হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিনকে চোরাকারবারীদের একজন দা দিয়ে কয়েকটি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে জখম অবস্থায় হাবিলদার মিনহাজ আত্মরক্ষার্থে ২ (দুই) রাউন্ড ফায়ার করলে চোরাকারবারী আমিনুল এবং জায়দুল গুলিবিদ্ধ হয়।

পরে তাদের চিকিৎসার জন্য দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বিজিবি সদস্য হাবিলদার মিনহাজ উদ্দিনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও টহল দলের সামান্য আঘাতপ্রাপ্ত অন্যান্য সদস্যদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি জানান, এসময় ঘটনাস্থল হতে পাচারের উদ্দেশ্যে আনা ০৭ বস্তা সুপারি জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: